নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আলোচিত সাধন মিয়া হত্যা মামলার প্রায় ১০ বছর পর নারায়ণগঞ্জের একটি আদালত দু’জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে এক লাখ টাকা করে ও যাবজ্জীবন কারাদণ্ডের আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, আদালত সোনারগাঁয়ের পূর্ব কান্দারগাঁও গ্রামের মো. শামীম সরকার (৪৫) ও আব্দুল মো. আল আমিনকে (৩৭) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। একই গ্রামের রাসেলকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও তিনমাসের কারাদণ্ড দেন আদালত।
এ পুলিশ কর্মকর্তা মামলার নথি ঘেঁটে জানান, সাধন মিয়া সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের ফয়জুল হকের ছেলে। ২০১৪ সালের ১৬ জুন রাতে ভুড়ভুড়িয়া এলাকায় তাঁকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সাধনের মা জয়তুন নেছা বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন।
তিনি আরও বলেন, এ মামলায় নিহত সাধনের দুই বন্ধু শামীম ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তিতে হত্যায় জড়িত ৪ জনের নাম জানা যায়। অন্যরা হলো– রাসেল ও মোহাম্মদ আলী। এদের মধ্যে মোহাম্মদ আলীকে ২০১৮ সালের ৪ জানুয়ারি সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।
বিচার কার্যক্রমে ১৯ জনের সাক্ষ্য নেন আদালত। এর ভিত্তিতে রোববার আদালত এ রায় দেন জানিয়ে পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, তবে এ সময় আসামিরা অনুপস্থিত ছিল।
মামলার বাদী মা জয়তুন নেছা বলেন, দীর্ঘ সময় পর ছেলে হত্যার রায় হলেও তিনি ও পরিবার সন্তুষ্ট। রায় দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আকুতি জানান তিনি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।