আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ
প্রেসক্লাব মোল্লাহাটে শহিদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা ও মোল্লাহাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি ( ১৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় প্রেসক্লাব মোল্লাহাটের আয়োজনে এর নিজস্ব কার্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবসের এ আলোচনা ও নবাগত অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলমের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুর আলম, এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ- সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. জিন্নাত আলী শিকদার, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক শিকদার মনিরুজ্জামান, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, নির্বাহী সদস্য মিয়া পারভেজ আলম, সদস্য মো. বশার মোল্লা, আরিফুল ইসলাম রিয়াজ, আব্দুল্লাহ ফারুক, এশিয়ান টিভির ক্যামেরা পার্সন মাহামুদুল হাসান মাইকেল প্রমূখ।