প্রেস বিজ্ঞপ্তি:
সাউন্ডবাংলা প্রকাশিত কথাশিল্পী নজিবুল আকবর-এর উপন্যাস ‘করোনাপ্রেম’-এর মোড়ক উন্মোচিত হয়েছে বইমেলায়। বিকেল ৪ টায় বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে টিমুনী খান রীনোর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে ‘করোনাপ্রেম’ প্রসঙ্গে আলোচনা করেন কথাশিল্পী শান্তা ফারজানা, সাহিত্য সমালোচক শামসের জাহান হোমায়রা, কবি আহমদ আল কবির চৌধুরী, ওয়াজেদ রানা প্রমুখ।
করোনাপ্রেম-এর সংক্ষিপ্ত বর্ণনায় কথাশিল্পী নজিবুল আকবর বলেন, নির্মম মহামারি করোনাকালে বিভিন্ন ধরণের সংকট যেমন তৈরি হয়েছে, ছাত্র-যুব-জনতার জীবনে তেমন নেমে এসেছে সংকট-সমস্যা। এত কিছুর ভিড়েও প্রেম-পরিণয় এগিয়ে অবিরাম মুগ্ধতা নিয়ে। আর এসব ঘটনার মধ্যে আবর্তিত ‘করোনাপ্রেম’। সংগ্রহ করতে পারবেন লিটল ম্যাগ চত্বরের ৭২ নম্বর স্টলে ও অনলাইন বই বাজার রকমারি ডটকম-এ।
প্রকাশক হিসেবে বক্তব্যকালে মোমিন মেহেদী দেশের নতুন প্রজন্মের লেখক-কবিদের প্রতি আহবান জানিয়ে বলেন, নিজে যেমন লেখেন, তেমন অন্য লেখক-কবিগণের বই পড়ুন। বইপ্রকাশে সর্বাত্মক সহায়তা নিয়ে এগিয়ে চলা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার সাথে যোগাযোগ করুন-নান্দনিক বই আর প্রেরণার প্রত্যয়ে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।