ফকিরহাট প্রতিনিধিঃ
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোছাঃ হাফিজা বেগম মারা গেছেন। শনিবার ৩ ডিসেম্বর সকাল আটটার দিকে খুলনাস্থ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পারিবারিক সুত্র। হাফিজা বেগম (৬৫) এক সপ্তাহ পুর্বে স্ট্রোক জনিত অসুস্থতায় প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তৎপরবর্তীতে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খুলনায় প্রেরিত হন।
হাফিজা বেগম টানা চারবার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত ইউপি নির্বাচনে শারিরীক অসুস্থতা হেতু তিনি নির্বাচনে অংশ গ্রহণ করেননি। নলধা-মৌভোগ ইউপির সাবেক মহিলা ওয়ার্ড সদস্য আওয়ামী লীগের দুঃসময়ের দক্ষ কর্মী ও দরদী একজন মানুষ হিসেবে পরিচিত।
এদিন তার মৃত্যুর খবরে উপজেলার কামটা গ্রামে ছুটে যান ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। তিনি সেখানে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি মৃত হাফিজা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শেখ রাজ্জাক আলী, সহ সভাপতি শেখ মোস্তাহিদ সুজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ফকির দাউদ হায়দার বাবু, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশের সংগে ছিলেন।
বাদ জোহর কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাংগনে নামাজে জানাজা শেষে কামটা গ্রামে পারিবারিক কবরস্থানে বিধবা ও পাঁচ সন্তানের জননী হাফিজা বেগমের দাফনকার্য সম্পন্ন হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।