মেহেদি হাসান নয়ন,বাগেরহাটঃ
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বাগেরহাটের ফকিরহাটে কৃষক-কৃষাণীদের বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলঅ কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় ৬০জন কৃষক-কৃষাণীদের ছয় প্রকারের বীজ, নেট ও ঝাঝরি বিতরণ করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ ফরিদুল হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছরুল মিল্লাত।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণ পদ বিশ্বাস, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায়, বিপুল পাল, বিপ্লব দাশ, সোলাইমান মন্ডল সহ বিভিন্ন কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।