মেহেদি হাসান নয়ন,বাগেরহাট থেকে:-
উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়❝দেশ গড়বো সমাজ সেবায়❞শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনে ফকিরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে ২(জানুয়ারি) সোমবার সকাল ১১টায় র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা অডিটরিয়ামে
আলোচনা ও সভা শেষে প্রতিবন্ধীদের ৫ টি হুইল চেয়ার ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার মনোয়ার হোসেন।
জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান মোস্তাহিদুর রহমান(সুজা) উপজেলা নির্বাহী অফিসার মোঃ মানোয়ার হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিসংখ্যান কর্মকর্তা ও বিভিন্ন কর্মকর্তা ও ইউনিয়ন সমাজকর্মী সহ সংবাদকর্মী উপস্থিত ছিলেন।