ফকিরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা–২০২২ অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বৃহষ্পতিবার সকাল দশটায় মেলাটি শুরু হয়।উদ্ভাবনী মেলায় দর্শনার্থীদের ভিড় ছিলো চোখে পড়ার মত।
সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন ডিজিটাল মেলার শুভ উদ্বোধন করেন। এ সময় ফকিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফিরোজ আহম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মডেল থানার অফিসার ইনচার্জ মু. আলীমুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন।
সন্ধ্যায় কৃত্রিম আলোয় ছোট পরিসরে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।