রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কদলপুরে ইদ্রিস খানঁ চৌধুরী বাড়ির উদ্যোগে ফি চিকিৎসা ক্যাম্প  সাবেক দুই সংসদ সদস্যসহ ১৯ জনের নামে পঞ্চগড়ে হত্যা মামলা বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসদাচরণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত রাউজানের ছিটিয়াপাড়ায় আজিমুশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় রেলস্টেশনে ফেন্সিডিলসহ তরুণ আটক পাটকেলঘাটায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের কর্মী সভা  ভারতে পাচারকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা থেকে আসামীসহ ৩টি স্বর্ণের বার আটক বকশীগঞ্জে বৃদ্ধ শ্বশুরকে পেটালেন পুত্রবধূ প্রধান শিক্ষকের বিরূদ্ধে কর্মচারি নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ দানবীর মরহুম আলহাজ্ব জি এম সোহরাব আলীর ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত 

ফকিরহাটে তিন গরুচোরকে আটক করে পুলিশে সোপর্দ

সবুজ শিকদার,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

 

সবুজ শিকদার, জেলা প্রতিনিধি বাগেরহাটঃ

বাগেরহাটের ফকিরহাটে গরু নিয়ে মাহিন্দ্রা গাড়িতে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছেন তিন গরুচোর। শুক্রবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মধ্যে বাহিরদিয়া গ্রামের উত্তরের মাঠে। আটক চোর ও মাহিন্দ্রা গাড়ি পুলিশ হেফাজতে নিয়েছে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মু. আলীমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হল খুলনার দৌলতপুর উপজেলার দেয়ানা গ্রামের সামসুল শেখের ছেলে নুরুল ইসলাম(৩০), দৌলতপুর উপজেলার হাজরা গ্রামের ইসলাম শেখের ছেলে আলামিন (২৮) ও খুলনা লবনচরা এলাকার হালিম শেখের ছেলে মনিরুল মনি (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যবাহিরদিয়া গ্রামের ওমর ফারুকের একটি বখনা বাছুর পাশ্ববর্তী মাঠ থেকে রশি খুলে তিন চোর তাদের সাথে থাকা থ্রি-হুইলার মাহেন্দ্র গাড়িতে তোলে। বিষয়টি দেখে ওমর ফারুকের প্রতিবেশী রবিউল মোল্লার সন্দেহ হলে চোর বলে চিৎকার করলে চোর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু রাস্তায় থাকা লোকজন ও প্রতিবেশীরা ভ্যান দিয়ে রাস্তা ব্যারিকেট দিয়ে গরুসহ চোরদের ধরে ফেলে।

পরে খবর দিলে ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক কার্তিক চন্দ্র পাল ও বাহিরদিয়া পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এসে চোরদের থানায় নিয়ে যায়।

এলাকাবাসী আরো জানায়, গত দুই সপ্তাহে ওই এলাকায় একাধিক গরু ও ছাগল চুরি হয়েছে। এ কারণে এলাকাবাসী সচেতন থাকায় চোরদের আটক করা সহজ হয়েছে। আটক চোরদের জনতা মারধোর করায় প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মু. আলীমুজ্জামান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে আটক হওয়া তিনজন পেশাদার চোরচক্রের সদস্য। এদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।