সবুজ শিকদার,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে তৈয়েব আলির বটতলা এলাকায় র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
০১ এপ্রিল রাতে হিরকের ভাড়াদিয়া বাসায় সাঁড়াশী অভিযানে (৩,৪১৫) পিস ইয়াবাসহ
রুপসা থানার(১)মোঃ শহিদুল ইসলাম শেখ(৫৩),ও ফেনী জেলার (২)মোঃ মোস্তফা তারেক বাবু(২৫),মাদক কারবারি কে গ্রেফতার করে হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৬ এর কম্পানি কমান্ডার লেঃ কমাঃ এম সারোয়ার হোসাইন বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে ফকিরহাট থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন, তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।