মেহেদি হাসান নয়ন,বাগেরহাট থেকেঃ
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাগেরহাটের ফকিরহাটে নানা কর্মসূচিতে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন,এবং সকালে প্রথম প্রহরে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলার চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুজা, ফকিরহাট মডেল থানার ওসি মু.আলিমুজ্জামান,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধাসহ,আওয়ামীলীগ,বিএনপি,ফকিরহাট প্রেস ক্লাব, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিবসটি উপলক্ষে শহীদ মিনার চত্বরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে প্রভাতফেরী সহ নানা আয়োজনে পালিত হয়েছে ফকিহাটে ।এছাড়াও ১৯৫২ সালের দিনটি ছিল ২১ ফেব্রুয়ারী, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গভীর শ্রদ্ধার সাথে জাতি স্মরণ করছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।