মেহেদি হাসান নয়ন,বাগেরহাটঃ
বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সকল শ্রেণির বার্ষিক পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের ফলাফল ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি মো. মনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট সহকারী কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়।সহকারী শিক্ষিকা সৈয়দা ফাতেমা আফরোজ এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোসা: শাহিদা খাতুন, বিদ্যোৎসাহী সদস্য শেখ হেমায়েত উদ্দীন, শেখ কামরুজ্জামান, এসএমসির সদস্য শেখ আরিফুল হক, মো. মিজানুর রহমান, ফকির মো. আইয়ুব আলী, শেখ এনামূল হক, তানিয়া বেগম, শিক্ষক গনেশ চন্দ্র গাইন, শেখ শহীদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ।এসময় বিশিষ্ট লেখক নুর মোহম্মদ ফকিরের পক্ষ থেকে সকল শ্রেণির প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার বিতরণ করা হয়েছে।