মেহেদি হাসান নয়ন,বাগেরহাটঃ
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ৮ ইউনিয়ানের অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন বাগেরহাট ১-আসন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
বুধবার ১৪(ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনাগর বনফুল ম্যাধমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফকিরহাট ইউনিয়নের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক,ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মনোয়ার হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনি সহ অনেকে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেন, বিএনপি যতই কিছু করুক না কেন, বাংলাদেশের মানুষ যদি এক থাকে ওরা জীবনেও ক্ষমতায় আসতে পারবে না। ওদের সে জোর নেই, ওদের পায়ের নিচে মাটি নেই। ওদের নেতা তাকের জিয়া নাকি ১১ তারিখ দেশে আসবে কই আসলো নাতো,কি ভাবে আসবে চোরের জায়গা এই দেশে হবে না।