মেহেদি হাসান নয়ন,বাগেরহাট থেকেঃ
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ (বিভাগীয় পর্যায়)শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪ টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস প্রতিযোগিতায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে খুলনা বিভাগের ১০ টি জেলার মোট ৩৭ জন খেলোয়াড় এতে অংশ নেয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আজিজুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ,সরদার সেলিম আহম্মেদ,ভাইস চেয়ারম্যান,শেখ মুস্তাহিদ সুজা,ন্যাশনাল কোচ জনাব শাহরিয়া সুলতানা জাতীয় ভারোত্তোলন পরিষদ,সহকারী কমিশনার( ভূমি) বিধান কান্তি হালদার, নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি চেয়ারম্যান মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিটলার গোলদার সহ প্রমূখ।