মেহেদি হাসান নয়ন,বাগেরহাট থেকে:-
বাগেরহাটের ফকিরহাটে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাথ দখলমুক্ত অভিযান শুরু হয়েছে।
৪ জানুয়ারি ২০২৩ বুধবার সকালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় থেকে ফলতিতা বাজার পযর্ন্ত সড়কের দুই পাশে বিদ্যমান বিভিন্ন ধরনের অবৈধ মালামাল /গাছের গুড়ি/নির্মাণ সামগ্রী/স্থাপনা অপসারণ অভিযান পরিচালিত হয়, এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিট্রেটর বিধান কান্তি হালদার,ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু.আলিমুজ্জামান সহ পুলিশের একটি টিম।
নির্বাহী ম্যাজিট্রেট সহকারী কমিশনার(ভূমি)বিধান কান্তি হালদার বলেন,গতকাল সন্ধ্যায়সকলের উদ্দেশ্যে মাইকিং করা হয় ও ফকিরহাট উপজেলা নির্বাহি অফিসার মোঃমনোয়ার হোসেন তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে জরুরি ঘোষণা দিয়েছিলেন
ফকিরহাট উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের কুদির বটতলা থেকে ফলতিতা বাজার পর্যন্ত সড়কের দুই পাশে বিদ্যমান বিভিন্ন ধরনের অবৈধ মালামাল/গাছের গুড়ি /নির্মাণ সামগ্রী /স্থাপনা অপসারণ করার জন্য সড়ক বিভাগের নির্দেশনা রয়েছে।
নির্বাহি অফিসার মনোয়ার হোসেন বলেন,এসব মালামাল অপসারণের জন্য সড়ক বিভাগ অভিযানে সড়কের দুইপাশে ফুটপাতে থাকা বিভিন্ন ব্যবসায়িক মালামাল ও বর্জ্য অপসারণ করে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।