মেহেদি হাসান নয়ন, বাগেরহাটঃ
বাগেরহাটের ফকিরহাটে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২১৯ জন গৃহহীন, হতদরিদ্র পরিবার পেল নতুন ঠিকানা ধন্যবাদ জানিয়েছেন উপকারভুগীরা।
৯ আগষ্ট সকাল ১১টায় অডিটরামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার ৪টি ইউনিয়নের ৩৬জন ভূমিহীন, গৃহহীন, হতদরিদ্র পরিবারের স্বামী-স্ত্রীর যৌথ নামে জমি ও বাড়ির মালিকানা কাগজ-পএ প্রদান করেন জেলা প্রশাসক মো: খালিদ মাহামুদ।
ফকিরহাট উপজেলা নিবাহী কমকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ অনেকে।
উপকারভোগীদের জন্য দুই শতাংশ জমিতে নির্মাণ করা প্রতিটি বাড়িতে দুটি বেড রুম, একটি রান্নাঘর, একটা ইউটিলিটি রুম, একটা টয়লেট ও একটা বারান্দা রয়েছে। বারান্দার সামনে ফাঁকা জায়গাও রয়েছে। দুর্যোগ সহনীয় এসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরেই থাকবে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা। চতুর্থ ধাপে প্রতিটি সেমিপাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।
সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে আশপাশে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়, খেলার মাঠ, ফুল ও ফলের বাগান করে দেয়া হচ্ছে। এছাড়াও আরও নানা পরিকল্পনা রয়েছে জেলা প্রশাসনের। একই সঙ্গে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বসানো হয়েছে নলকূপ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।