ফকিরহাট প্রতিনিধিঃ
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজিএস) অর্জন, জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ ও ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণার্থী ৪০জন ইউনিয়ন পরিষদের সচিবের মধ্যকার পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় বেতাগা লোকসংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিউট (এনআইএলজি) এর যুগ্ম পরিচালক ও উপসচিব মো. আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, এনআইএলজি এর সহকারী পরিচালক কামরুন্নাহার, গবেষনা কর্মকর্তা নুরুল ইসলাম, সহকারী গ্রন্থাগারিক মো. আবু ইফতিয়ার হাসেমী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ। এসময় বিভিন্ন জেলার ৪০জন ইউনিয়ন পরিষদের সচিবগন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।