ওমর ফারুক রনি,গাইবান্ধা প্রতিনিধিঃ
স্থানীয় সরকার নির্বাচনের গাইবান্ধা জেলা ফুলছড়ি উপজেলায় ফজলুপুর ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ)সকাল ৮,৩০ মিনিট থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪,৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে।
নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সফল করতে স্থানীয় প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উপজেলার ফজলুপুর ইউনিয়নে মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নির্বাচনী দায়িত্ব পালন করছেন ১ জন রিটানিং অফিসার,সহ-প্রিজাইডিং অফিসার ৯জন ও পোলিং অফিসার ৮৮ জন। ফজলুপুর ইউনিয়নের কেন্দ্রগুলোতে শান্তি -শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, গ্রাম পুলিশসহ সার্বক্ষণিক ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।
ফুলছড়ি উপজেলায় ফজলুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারন সদস্য পদে ৩৫জন এবং সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন।
উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ১২জন। এদের মধ্যে পুরুষ ৭ হাজার ১৬জন এবং নারী ৬ হাজার ৯’৯৬ জন। প্রতিটি ভোট কেন্দ্রে আনসার সদস্যদের পাশাপাশি দু’জন পুলিশ কর্মকর্তাসহ ২৯ জন পুলিশ মোতায়েন আছেন।
উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার আলী হোসেন জানান, নির্বাচন সুষ্ট ও সফল ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শান্তিপুর্নভাবে ভোট গ্রহণ চলছে। পুলিশের মোবাইল টিমের পাশাপাশি ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রিট দায়িত্বে রয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়েছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।