নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আশ্রায়ণ- ২ প্রকল্পের আওতায় পুনর্বাসিত ৪৪৫ টি পরিবার সম্পর্কে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ২ ঘটিকায় নরগকান্দা উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক অসুস্থ থাকায় তার প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি জানান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আশ্রায়ণ-২ প্রকল্পে সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি গ্রহন করা হয়েছে। প্রশিক্ষনের মাধ্যমে আশ্রায়ণ প্রকল্পে বসবাসকৃত অসহায় জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তোলা, দেশের আর্থসামাজিক পরিবর্তন ঘটিয়ে জনসম্পদে পরিণত করা, বেকারত্ব দূর করে সাবলম্বী করে তোলার লক্ষ্যে নগরকান্দা আশ্রায়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারদের মাঝে বিভিন্ন সরকারি কর্মসূচীর মাধ্যমে ৪৪৫ টি পরিবারের ৪৪৫ জন প্রশিক্ষনার্থীকে ১৩ টি ব্যাচে প্রশিক্ষন দেওয়া হবে। মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে সেমিপাকা একক গৃহ নির্মাণের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ শাহ্ জালাল প্রমুখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।