নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাংগায় পৌরসভার ৭নং ওয়ার্ডের চৌধুরীকান্দা সদরদী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে ঘরবাড়ি ও ব্যাটারি চালিত ভ্যানগাড়ি সহ ঘরের যাবতীয় আসবাবপত্র।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১ টার দিকে ফরিদপুর জেলার ভাংগা পৌরসভার ৭নং ওয়ার্ডের চৌধুরীকান্দা সদরদীর বাদশা মাতুব্বরের মেয়ে জামাই রিপন শেখের বাড়ি এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আশেপাশে পানি না থাকায় টিউবওয়েল থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ঘরে থাকা সকল প্রকার আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ব্যাটারি চালিত ভ্যানগাড়ি, মোবাইল ফোন সহ ঘরের ভিতরে থাকা সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরের পাশে থাকা কয়েকটি গাছও আগুনে পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকেরা খবর পেয়ে আসলেও রাস্তা না থাকার কারণে গাড়ি নিয়ে ঢুকতে পারে নাই। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
মোঃ রিপন শেখ জানান যে, বিদ্যুতের তার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা চিৎকার করলে স্থানীয়রা টিউবওয়েল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে আমার সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আশেপাশের রাস্তা না থাকার কারণে ফায়ার সার্ভিস গাড়ি নিয়ে প্রবেশ করতে পারে নাই। পরে তারা এসে পরিদর্শন করে যান। এই অগ্নিকাণ্ডে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মিরু মাতুব্বর নামে এক ব্যক্তি জানান আমরা রিপনের চিৎকার শুনে ছুটে আসি এসে দেখি তার ঘরে আগুন লেগেছে আশেপাশে পুকুর না থাকায় বা পানির ব্যবস্থা না থাকায় আমরা টিউবওয়েল থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি ততক্ষণে রিপনের ঘরের ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।