শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

ফরিদপুরের ভাংগায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০

সুদর্শন চক্রবর্তী, ফরিদপুর প্রতিবেদকঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২২২ বার পঠিত

 

সুদর্শন চক্রবর্তী, ফরিদপুর প্রতিবেদকঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ওয়েলকাম পরিবহনের হেলপার নিহত ও ৩০ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১:০০ ঘটিকায় ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী পেট্রোল পাম্পের বিডিং এর সাথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের বাড়ি গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া এলাকার তৈয়ব আলী হাওলাদারের পুত্র ফেরদৌস হাওলাদার (২৮)। আহত যাত্রীদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওয়েলকাম পরিবহনের আহত যাত্রীরা জানায়, ঢাকা থেকে পিরোজপুরগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব -১৫ -৮৯১৬) নিয়ন্ত্রণ হারিয়ে সি.সি.বি.এল পেট্রোল পাম্পের বিল্ডিং এর সাথে ধাক্কা খায়। এ সময় পরিবহন টি সম্পূর্ণ দুমড়ে মুছড়ে যায় ও পরিবহন হেলপার গাড়ির মধ্যে দীর্ঘক্ষন আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ওয়েলকাম পরিবহনের ৩০ যাত্রী আহত হয়। আহত যাত্রীদেরকে স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। গুরুত্বর আহত গাড়ীর সুপার ভাইজারকে ভাঙ্গা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, ওয়েলকাম পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সি.সি.বি.এল পেট্রোল পাম্পের বিল্ডিং এর সাথে ধাক্কা খায়। এ সময় গাড়ির সকল গ্লাস ভেঙে গেলে যাত্রীরা কম-বেশি আহত হয়। এর মধ্যে ওয়েলকাম পরিবহনের হেলপার দীর্ঘক্ষণ আটকা পড়ার কারনে সে ঘটনাস্থলে মারা যায়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।