নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর:
বুধবার (৮ মার্চ) সকাল ১১ ঘটিকায় ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহ্সান তালুকদার (পিএএ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইমদাদ হুসাইন (প্রশাসন ও অর্থ), উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভায় নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি ও বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফরিদপুর জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন।