সুদর্শন চক্রবর্ত্তী, নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ শাহজাহান (পিপিএম)। পরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন (প্রশাসন ও অর্থ), সুমন রঞ্জন সরকার (সদর সার্কেল) সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকগণ।