নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর:
শুক্রবার সকাল ৯ ঘটিকায় “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে নগরীর মূল রাস্তা ধরে ইয়াসিন কলেজে গিয়ে শেষ হয়। এ সময় ইয়াসিন কলেজে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহ্সান তালুকদার (পিএএ) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম)।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার বলেন, প্রতিবছরেই ঝড়, বন্যা-খড়া, জলচ্ছাসসহ বিভিন্ন দুর্যোগ বাংলাদেশে হয়ে থাকে, বর্তমানে আরেকটি দুর্যোগ হলো ভূমিকম্প। এই দুর্যোগ থেকে বাঁচার জন্য বাংলাদেশের জনগণকে সচেতন ও সতর্ক করার লক্ষ্যে এই প্রস্তুতি দিবস। প্রাকৃতিক দুর্যোগরোধে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং নির্বিচারে গাছ-পালা কাটা থেকে বিরত থাকতে হবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ নিরসনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
আবু নাছের মোঃ বাবরের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইমদাদ হুসাইন (প্রশাসন ও অর্থ)। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুর কর্তৃক দুর্যোগ মোকাবেলার মহড়া প্রদর্শন শুরু হয়।