সুদর্শন চক্রবর্তী, নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ
মহান মুক্তিযুদ্ধে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও পীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সাথে নিয়ে পুলিশ সুপার মো: শাহজাহান (পিপিএম) পুলিশ লাইন্স স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পনসহ গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রবিবার (১৭ই ডিসেম্বর) ফরিদপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহান মুক্তিযুদ্ধে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের নিয়ে ফরিদপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। পরে দুপুরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনার শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। সকল বীর শহীদদের স্মরণে একট মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পুলিশ বাহিনী। যে সকল পুলিশ সদস্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো তাঁদের জন্য আজ বাংলাদেশ পুলিশ গর্বিত। জেলা পুলিশ, ফরিদপুর এসব বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারবর্গের পাশে থাকবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মো. সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, মো. আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুর সদর ট্রাফিক এর সিনিয়র পুলিশ পরিদর্শক (টি.আই), জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের পরিবারবর্গ।
আলোচনা সভায় জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধার সন্তানরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত হওয়া বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এর সন্তান মো. সাখাওয়াত হোসেন বলেন, এমন সুন্দর আয়োজন করায় সকল মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপার শাজাহান সহ জেলা পুলিশ ফরিদপুর এর সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও বিজয় দিবস উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশ এ আয়োজন করে। বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য / প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং গিফট প্রদান করেন জেলা পুলিশ ফরিদপুর।
সূত্রে আরও জানা যায়, ১৯৭১ সালের এই দিনে (১৭ ই ডিসেম্বর) শত্রু মুক্ত হয় ফরিদপুর। এই দিনে পাক হানাদার বাহিনীর পরাজয়ের মাধ্যমে বিজয়ের আনন্দে মাতোয়ারা হয় ফরিদপুরবাসী।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।