আকাশ সাহাঃ ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। আটককৃত মাদক ব্যবসায়ি মোঃ হৃদয় মন্ডল (২১), রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন মাছবাড়ি এলাকার মোঃ সালাম মন্ডলের ছেলে।
শনিবার (২০ আগষ্ট) পৌনে সাতটার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর বাজার অবস্থান কালে আব্দুল মান্নান মোল্লা দাখিল মাদ্রাসা সামনে পাকা রাস্তার উপর পৌছালে চেকপোস্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেফতার করেন
এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ফেন্সিডিল ৩শ ৪৬ বোতল, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল,২ সীমকার্ড ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ধৃত আসামীর স্বীকারোক্তি থেকে জানা যায় তারা সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ উক্ত মোটরসাইকেল যোগে সালথা হতে ফেন্সিডিল চালান নিয়ে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।