ফরিদপুরে কাঠ ব্যবসায়ী এসকেন সরদার (৪৬) হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রোববার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার দক্ষিণ আটঘর এলাকার বিশু শেখ (৪৪) ও মো.বিকুল সরদার (৩৪), পুটিয়া গ্রামের কামরুল মাতুব্বর (৩৯) ও রুবেল মাতুব্বর(২৯) এবং একই উপজেলার জয়কাইল গ্রামের সাধু ফরাজী (৩৪)। বেকসুর খালাস পাওয়া তিন আসামি হলেন- সালথার পুটিয়া ও জয়কাইল গ্রামের ফরিদ মাতুব্বর (৩৪), এসকেন ব্যাপারী (৪৯) ও ফয়সাল খান (৩৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে এসকেন সরদার বাড়ি থেকে বের হয়ে স্থানীয় পুটিয়া বাজারে যান। ওইদিন রাতে আর তিনি বাড়ি ফেরেননি। পরদিন সকালে পাশের জয়কাইল গ্রামের জয়নাল মোল্লার ফসলের জমি থেকে মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সালথা থানার পুলিশ।
এ ঘটনায় পরদিন ২১ ডিসেম্বর এসকেনের ছেলে ইয়াছিন সরদার (২৮) বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ২৭ ডিসেম্বর সালথা থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান পাঁচজনের নামে অভিযোগপত্র জমা দেন। আদালতে ওই পাঁচজনের জবানবন্দিতে আরও তিনজনের নাম উঠে আসায় তাদেরও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে এসকেন সরদার বাড়ি থেকে বের হয়ে স্থানীয় পুটিয়া বাজারে যান। ওইদিন রাতে আর তিনি বাড়ি ফেরেননি। পরদিন সকালে পাশের জয়কাইল গ্রামের জয়নাল মোল্লার ফসলের জমি থেকে মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সালথা থানার পুলিশ।
এ ঘটনায় পরদিন ২১ ডিসেম্বর এসকেনের ছেলে ইয়াছিন সরদার (২৮) বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ২৭ ডিসেম্বর সালথা থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান পাঁচজনের নামে অভিযোগপত্র জমা দেন। আদালতে ওই পাঁচজনের জবানবন্দিতে আরও তিনজনের নাম উঠে আসায় তাদেরও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।