সুদর্শন চক্রবর্ত্তী,নিজস্ব প্রতিবেদক:
আজ বিকাল ৫ ঘটিকায় ফরিদপুর পুলিশ লাইন্সে ফরিদপুর জেলায় আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরস) নিয়োগ পরীক্ষা-২০২৩ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম) উক্ত নিয়োগের মাঠ পরিদর্শন করেন এবং নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য নিয়োগ পরীক্ষা সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্সেদেরকে সু-নির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, ‘চাকরি নয়, সেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ফরিদপুর পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা-২০২৩ আরম্ভ হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে উক্ত পরীক্ষায় সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
সকলকে দালাল ও প্রতারকচক্র থেকে সাবধান থাকতে আহ্বান জানান। নিয়োগকে কেন্দ্র করে সকল প্রার্থীকে যেকোন ধরণের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে অনুরোধ জানান। এ ছাড়া কেউ কোন প্রতারক চক্রের সাথে আর্থিক লেনদেন করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন, এহসান কবির, পুলিশ সুপার, পিবিআই, বগুড়া, মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর, সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), গোপালগঞ্জ, মোঃ ইফতেখারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, রাজবাড়ী, সুমন কর, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ফরিদপুর, মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুর।