সুদর্শন চক্রবর্তী, স্টাফ রিপোর্টারঃ
শুক্রবার (২১শে জুলাই) বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। উক্ত কমিটিতে অভিক বিশ্বাস প্রত্যয় কে আহ্বায়ক, হৃদয় শীলকে সি. যুগ্ম আহ্বায়ক এবং সুদীপ্ত সাহাকে সদস্য সচিব করে উক্ত কমিটি গঠন করা হয়েছে।
নব-নির্বাচিত কমিটির সদস্য সচিব সুদীপ্ত সাহা বলেন, বিগত দিনের ন্যায় বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মানব সেবায় ব্রতী হয়ে দেশের সেবা, সংখ্যালঘুদের বিভিন্ন দাবি আদায় এবং সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাবে।