নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ
বুধবার (৩ মে) বিকাল ৫ ঘটিকায় ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৩ তম আবির্ভাব উৎসব উপলক্ষে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা কর্তৃক বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ড. মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের মানবধর্ম গ্রন্থটি বিতরণ করা হয়।
এ সময় ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক নিকুঞ্জবন্ধু ব্রহ্মচারী বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রীঅঙ্গনের অন্যতম সেবক ও শ্রীঅঙ্গন গীতা স্কুলের পরিচালক শ্রীমত বন্ধু কিশোর ব্রহ্মচারী এবং শ্রী অঙ্গনের অন্যতম সদস্য শ্রীমত রুদ্র বন্ধু ব্রহ্মচারী।
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি প্রার্থপ্রতিম বিশ্বাস অমিতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত সাহা, আকাশ বিশ্বাস, উদয় সরকার, দেবাশীষ বিশ্বাস, অভিজিৎ সাহা, অনুপ, ঋত্বিক কুন্ডু, পরমা বিশ্বাস, সাধনা বিশ্বাস, মৃত্তিকা কর্মকার, বর্ষা পোদ্দার, মৌমিতা বিশ্বাস, তন্ময় মজুমদার, জয় মজুমদার, বিশাল ঘোষ, অর্পণ দত্ত, বর্ষন কর্মকার, অনুপ দাস, উদয় সরকার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি বলেন, দেশ ও ধর্মের কল্যানে এভাবেই এগিয়ে যাবে ফরিদপুর জেলার বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ। এছাড়া মানব সেবায় উদ্বুদ্ধ হয়ে মানবতার জয়গান চারদিকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।