আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলার ৫ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী যুবলীগ নেতা মোঃ বাদল মাতুব্বর অটোরিক্সা প্রতিক পেয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সেমিনার কক্ষে প্রতীক বরাদ্দ করা হয়। প্রতিক বরাদ্দ করেন জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান।
যুবলীগ নেতা বাদল মাতব্বর ফরিদপুর জেলার সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা গ্রামের, মুরহুম মোঃ রাজ্জাক মাতুব্বর এর ছেলে তিনি বর্তমানে সালথা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে কাজ করে যাচ্ছেন।
বাদল মাতুব্বর বলেন, ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে অটোরিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করছি আমি সকলের কাছে দোয়া চাই। এবং সালথা উপজেলার ৮ টি ইউনিয়নের সকল চেয়ারম্যান মেম্বারদের কাছে ভোট প্রত্যাশা করছি।