সুদর্শন চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিবেদকঃ
দেশ জুড়ে চলছে প্রচন্ড দাবদাহ। একটু স্বস্থির আশ্বাসে মানুষ হাঁসফাঁস করছেন। প্রচন্ড রোদ অথচ বৃষ্টির দেখা নেই। আর তখনই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ফরিদপুর জেলা পুলিশের সদস্যবৃন্দ। আজ সকালে শহরের জনতা ব্যাংকের মোড়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ করেছেন তারা।
খাবার পানি, স্যালাইন এবং গামছা বিতরণ অনুষ্ঠান এর উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসাইন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার সৈয়দ হাসানুল কবির ও মৌমিতা দাস।
অনুষ্ঠানে পুলিশ সুপার নিজ হাতে রিকশাচালক, ভ্যান চালক, অটো ড্রাইভার সহ সাধারণ মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ করেন। এ সময় ২০০০ বোতল খাবার পানি ২০০০ পিচ স্যালাইন এবং ৩০০ টি গামছা বিতরণ করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।