আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ এ এস আই নির্বাচিত হলেন মোবারক হোসাইন। সে জেলার ভাঙ্গা থানায় এ এসআই হিসেবে কর্মরত। এর আগে তিনি সালথা থানায় কর্মরত ছিলেন। জেলা পুলিশ সুপারের অফিস সূত্র জানায়,আজ বুধবার সকাল ১১টায়(১৬ নভেম্বর) ফরিদপুরের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ এ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।
আরো জানা যায়, উক্ত সভায় সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলশ্রুতিতে মাদকদ্রব্য উদ্ধার, হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীসহ একাধিক সাজা পরোয়ানার আসামী গ্রেফতার, ওয়ারেন্ট নিষ্পত্তি, দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ তাকে শ্রেষ্ঠ এ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ ও সম্মাননা স্মারক প্রদান করেন।
তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।