সুদর্শন চক্রবর্তী,নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আগামী ০৩ (তিন) বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে জহরুল ইসলাম জনিকে সভাপতি এবং ফয়সাল আহমেদ রবিনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এছাড়া সৈয়দ মনিরুজ্জামান লাজুককে সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া ৩০ সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, ২৪ জুলাই ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ ও আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।