আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর -২ (সালথা-নগরকান্দা) আসনে সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিয়েছেন,নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,ফরিদপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১ টায় সালথা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা আনিছুর রহমান বালীর নিকট মনোনয়নপত্র জমা দেন।
এসময় সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ছাব্বির আলী, আনোয়ার হোসেন মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্লা, মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফছারউদ্দিন মাতুব্বর,
যদুনন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিক মোল্লা,রামকান্তুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইশারত হোসেন,তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া,আওয়ামী লীগ নেতা কাইয়ুম মোল্লা,জাহিদ মাতুব্বর,জাকির হোসেন, ইউপি সদস্য আক্কাচ আলী আক্কাচসহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার কর্মীসমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের রাজনীতি করি। আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান,একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।আমি নৌকার বিপক্ষে নয়,কিন্তু এই আসনে যাকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন, জনগন তাকে প্রত্যাক্ষান করেছে। এজন্য জনগনের চাওয়ায় ও ভালোবাসায় সতন্ত্র প্রার্থী হয়েছি। আমি শতভাগ আশাবাদী জনগন আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে তাদের সেবা করার সুযোগ দিবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমেই সতন্ত্র প্রার্থী হয়েছি, আমি জনগনের ইচ্ছায় জয়লাভ করে এই সিট আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাল্লাহ।