শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ

ফরিদপুর -২ উপনির্বাচন, সাজেদা চৌধুরীর আসনে মনোনয়ন জমা দিলেন পুত্র লাবু চৌধুরী।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৬ বার পঠিত

 

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
শুক্রবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সালথা- নগরকান্দার কয়েক’শ নেতাকর্মী নিয়ে তিনি মনোনয়ন জমা দেন । এর আগে বৃহস্পতিবার বিকালে লাবু চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন সদ্য প্রয়াত সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর একান্ত সচিব মো: শফি উদ্দিন।

মনোনয়ন জমা দেওয়ার পরে লাবু চৌধুরী বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী তার সারাটা জীবন দলের জন্য কাজ করে গেছেন। সেই সাথে সালথা-নগরকান্দায় ব্যাপক উন্নয়ন করেছেন। ফরিদপুর-২ আসনের প্রতিটি ইট-বালি সৈয়দা সাজেদা চৌধুরীর কথা বলে। আমি আমার মায়ের সাথে থেকে অনেকদিন পর্যন্ত এই এলাকার মানুষের সেবা করেছি।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে আমার মায়ের মতোই আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই।
এছাড়া দলীয় মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য মেজর (অব:) আতমা হালিম।

তিনি বলেন, আমি দীর্ঘ দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে মানুষের কল্যানে কাজ করছি, দলের জন্য কাজ করছি। আজ দলীয় মনোনয়ন পত্র জমা দিলাম, দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে দলীয় মনোনয়ন পাবো। দলীয় মনোনয়ন পেলে আমি প্রধানমন্ত্রীকে এই আসন উপহার দিতে পারবো।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ মনোনয়ন পত্র জমা দিয়েছেন, ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের আহবায়ক ও রিয়া রাথিন
গ্রুপের চেয়ারম্যান কাজী আব্দুস সোবহান দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।শনিবার সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় উপ কমিটির সদস্য অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার দলীয় মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।

নির্বাচন কমিশন গত ২৬ সেপ্টেম্বর সোমবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থীতা প্রত্যাহার ১৯ অক্টোবর। এ উপনির্বাচনে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর ওই আসন শূন্য হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।