আরিফুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
ফিলিস্তানের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন লালমনিরহাট জেলা ওলামায়ে একরাম ও সর্বস্তরের মুসল্লিগন। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে জেলা শহীদ মিনার হয়ে প্রধান ফটক মিশন মোর চত্বরে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।
বিক্ষোভ মিছিলে মুসল্লীদের ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে সর্বস্তরের মুসলমানদের দলে দলে মিছিলে অংশ নিতে দেখা যায়।
সমাবেশে বক্তারা বাংলাদেশ সরকারের কাছে ফিলিস্তিনিদের প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানায়।পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে নিপীড়িত ফিলিস্তানিদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।