মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
ফিলিস্তিনিদের মুক্তির জন্য বড় প্রয়োজন বিশ্ব ঐক্য গড়ে তোলা বলে মন্তব্য করেছেন ‘বাংলাদেশ থেকে আকসাঃ দাসত্বের অভিন্ন শৃঙ্খল এবং মুক্তির নতুন লড়াই’ শীর্ষক সেমিনার ।
১৬ ই ডিসেম্বর শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার রহিমপুর দারুল কোরআন মাদরাসায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ফিকরুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্দোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাজিরহাট বড় মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি হাবিবুর রহমান কাছেমী।
দারুল কোরআন মাদরাসার পরিচালক মুফতি মাসউদুর রহমান চৌধুরীর সভাপতিত্ব সেমিনারে প্রধান আলোচক ছিলেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নোমান আজহারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখল মাদরাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, জমিরিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা হাসিবুর রহমান আজহারী এবং তরবিয়াতুল উম্মাহ মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মিজানুর রহমান।
এই সময় সেমিনারে আরো উপস্থিত ছিলেন ফিকরুল উম্মাহ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা সাকিব আল-সাইফী, মুফতি যুবায়ের, মাওলানা বেলাল, মুফতি মুজতবা এবং মুফতি এমরান খান।
সেমিনারে বক্তারা বলেন, ‘ওয়াশিংটনের মধ্যস্ততায় সৌদি আরব ইসরাইলের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে মরণাঘাত হবে এবং ক্ষীণ হয়ে পড়া দ্বি-রাষ্ট্র সমাধান চিরতরে তিরোহিত হবে। এমন পরিস্থিতিতে ৭ অক্টোবর হামাস তাদের অস্তিত্ব রক্ষায় হামলার সিদ্ধান্ত ছিল সঠিক সিদ্ধান্ত। হামাসের ওই হামলা ইসরাইলের দম্ভ গুড়িয়ে দিয়েছে। ওই হামলা বিশ্বের কথিত মানবতার দাবিদারদেরও মুখোশ খোলে দিয়েছে। হামাসের হামলা ছিল যৌক্তিক এবং অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এ লড়াই মজলুমদের প্রাণকে সঞ্চারিত করেছে এবং জালিমের বুকে কাঁপন ধরাতে সক্ষম হয়েছে। ফিলিস্তিনিদের মুক্তির জন্য বড় প্রয়োজন বিশ্ব ঐক্য গড়ে তোলা।
মাওলানা আশরাফের সঞ্চালনায় সেমিনারে বক্তারা আরো বলেন, ‘ফিলিস্তিনিদের তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আল-আকসা মুসলমানের হাতেই থাকবে। ইসরাইলকে গণহত্যা চালিয়ে কাপুরুষতার পরিচয় দিচ্ছে। বাঁচতে চাইলে গণহত্যা বন্ধ করে আলোচনায় বসতে হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।