ওমর ফারুক রনি, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার ফুলছড়ি বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ওই পরীক্ষার্থী কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র।
গতকাল বৃস্পতিবার এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কক্ষে স্মাট মোবাইল ফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বন করার সময় শিক্ষকের কাছে ধরা পরেন। ওই পরীক্ষার্থীর রোল নং-১৩৯৪৮৩, রেজিস্ট্রেশন নম্বর- ১৮১৭৬৬১৯৮৭ নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে।
বুড়াইল কলেজে কেন্দ্রের সচিব ও কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিভাবক জহুরুল ইসলাম বলেন, পরীক্ষার্থী ফোনসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে সেটা মানলাম, সেই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে সেটিও মানছি, তবে কিভাবে প্রশ্নপত্র কেন্দ্রের বাহিরে গেল এবং উত্তর কিভাবে বাহির থেকে ফোনে আসলো ? সেই জন্য কি শিক্ষকদের কোনো হাত আছে কিনা সে বিষয়টি দেখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বলেন, অসৎ উপায় অবলম্বনের কারণে ফোনসহ তাকে ধরা হয় এবং বহিস্কার করাসহ পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।