গাইবান্ধা প্রতিনিধিঃ
মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাইবান্ধা সড়কের বালাসীঘাট এলাকায় ফুলছড়ি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে অবৈধ অস্ত্রধারী, মাদক, চুরি-ডাকাতি, জুয়া খেলা সহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জরিত থাকা চিহ্নিত আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের দাবী জানানো হয়। ফুলছড়ি উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু'র সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মন্ডল লিংকন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, কঞ্চিপাড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান সরকার, স্থানীয় মসজিদের ইমাম নুর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতন হলেও তাদের মদদপুষ্ট দোসররা এখনও মাদক, জুয়া সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। একাধিক ডাকাতি মামলার আসামী ও অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাকায় অবাধে চলাফেরা করছে। তারা বলেন, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হলে অবিলম্বে এসব অপকর্মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ সহ গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।