আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রসাশন ও উপজেলা শিক্ষা অফিস ফুলছড়ি এর আয়োজনে ফুলছড়ি উপজেলা চত্বরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও চরঅঞ্চলে প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ,জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এডভোকেট নুরুল আমিন,ফুলছড়ি উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম,ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজবআলী সহ সকল দপ্তরে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ান পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন। গোটা বিশ্বের কাছে বাংলাদেশ আজ অনেক গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অঙ্গনে সবাই এখন বাংলাদেশকে নিয়ে টানাটানি করে। বাংলাদেশ উন্নত হওয়ার কারণে সবার চোখ পড়েছে বাংলাদেশের দিকে কিন্তু লাভ হবে না। গোটা বাঙালী জাতি আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
অনুষ্ঠানের শুরুতেই গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।