ওমর ফারুক রনি,গাইবান্ধাঃ
গাইবান্ধা ফুলছড়ি উপজেলায় স্থানীয়ভাবে কৃষককে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, উপযুক্ত সময়ে সার ও কীটনাশক সরবরাহ, কৃষিপণ্যের দাম কমানোসহ নানা দাবিতে মানববন্ধন।
(২৩ নভেম্বর) বুধবার সকাল ১১ টায় উপজেলার রোড কালির বাজার বটতলায় কৃষি পরিবার নামে একটি স্থানীয় সংগঠনের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি, আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক, কমরেড রেবতি বর্মন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলার জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার।
এসময় বক্তারা বলেন, কাঁচা বাজার থেকে একটি পরিবারের যা যা কিনতে হয়, তার প্রায় সবকিছুই দামই আরেক দফা বেড়েছে, এ তালিকায় যেমন চাল, ডাল, তেল, চিনি, আটা আছে, তেমনি রয়েছে সবজি, ডিম ও মুরগির দাম। পিছিয়ে নেই মাছ ব্যবসায়ীরাও।তারাও দাম বাড়িয়েছেন।বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেন, বিদ্যুৎ স্যার সরবরাহ নিশ্চিত করা, সামাজিক সুরক্ষা ভাতা ৫০০/- টাকা, বয়স্ক ভাতা প্রদানের বয়সসীমা ৫৫ বছর, কমিউনিটি ক্লিনিকে এমবিবিএস ডাক্তার নিয়োগ, নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান, ওয়াপদা বাঁধে রতনপুর নামক স্থানে রেগুলেটর নির্মাণের দাবি করেন বক্তারা
মানববন্ধনে এলাকার সাধারণ মানুষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।