শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাঙ্গায় এখনও ছাত্রীদের ক্লাস নেন সেই “লম্পট” আজাদ! (পর্ব-১) মুন্সীগঞ্জে মামলার পলাতক আসামি গ্ৰেফতার। বকশীগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন পদত্যাগী সভাপতি এখন মাঠে সরোব। তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের ক্ষোপ । মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হত্যাচেষ্টার মামলার বাদীকে হত্যার হুমকি । মুন্সীগঞ্জে জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জিনিয়া ফেরদৌস । বকশীগঞ্জে এক দফা দাবিতে নার্স ও মিডওয়াইফারিদের স্মারকলিপি প্রদান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকেও হলেন হত্যা মামলার আসামী মুন্সীগঞ্জে গজারিয়া রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘ এর দাফন সম্পূর্ণ । বকশীগঞ্জে শহরে ১২ ঘন্টা, গ্রামে ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ, তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

ফুলবাড়িতে অসচ্ছ তালিকায় ভিজিএফের চাল বিতরনের অভিযোগ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৬৭ বার পঠিত

 

ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরিব, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ভিজিএফ (ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং) এর উপকারভোগীর তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নে।

উপজেলার ৪ নং বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু নিয়ম নীতির তোয়াক্কা না করে স্বেচ্ছাচারীভাবে তালিকা প্রণয়ন করেছেন এমন অভিযোগ ওই ইউনিয়ন পরিষদ সদস্যদের। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ইউনিয়ন পরিষদের সদস্যগণ।
অভিযোগ সূত্রে জানা গেছে, বড়ভিটা ইউনিয়নে আসন্ন ঈদ উপলক্ষে জন প্রতি ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণের লক্ষ্যে ৬ হাজার ৩৭৫ জনের তালিকা প্রণয়ন করা হয়। উপকারভোগীর তালিকা প্রণয়নের সময় ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ নিজ নিজ এলাকার হতদরিদ্রগণের নাম তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রদান করেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ সচিবের নিকট হতে উপকারভোগীর তালিকা সংগ্রহ করে দেখতে পান তালিকায় ব্যাপক অনিয়ম করা হয়েছে। উপকারভোগীর তালিকায় অন্তর্ভুক্ত অনেক ব্যক্তিই অচেনা। তালিকার অনেক জায়গায় একই ব্যক্তির নাম ও মৃত ব্যক্তির নামও রয়েছে। জানতে পেরে বিতর্কিত তালিকার উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমে অংশ গ্রহনের অস্বীকৃতি জানান ওই ইউনিয়ন পরিষদের ১১জন সদস্য। তারপরেও চেয়ারম্যান চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ইউনিয়ন পরিষদের সদস্যগণের আপত্তি কে উপেক্ষা করে বুধবার সকাল আনুমানিক সাড়ে দশটা হতে ওই তালিকা মোতাবেক উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু করেন। বিতর্কিত ও অস্বচ্ছ তালিকায় চাল বিতরণ হলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রকৃত উপকারভোগীরা পাবেন না এবং বরাদ্দকৃত চাল পুরোপুরি তছরুপ হবে বলেও অভিযোগের উল্লেখ করা হয়েছে ।
তালিকা প্রণয়নে অনিয়মের বিষয়ে জানতে চাইলে বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, আমি মনগড়া কোন তালিকা করিনি। পরিষদের সকল সদস্যদের সাথে আলোচনার পর রেজুলেশন করে তালিকা প্রণয়ন করা হয়েছিল। সেই তালিকার উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে।

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম বলেন, বড়ভিটা ইউনিয়নের ভিজিএফ উপকারভোগীদের মাঝে চাল বিতরণের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ পেয়েছি। বিষয়টি ইতিমধ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নবিউল ইসলাম
ফুলবাড়ি, কুড়িগ্রাম
মোবাঃ ০১৭২৬৮২৫৭৮৬

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।