ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মোটরসাইকেলের টাংকির ভিতর থেকে ১৪ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এসময় স্বর্ণেরবারসহ এক চোরাকারবারিকে আটক করা হয়।
শুক্রবার দুপুর সাড়ে ১১ টার দিকে কাশিপুর ইউনিয়নের কাশিপুর বিওপি’র ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে সীমান্তবর্তি ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে রবিউল ইসলাম রবি মোটরসাইকেলের টাংকির ভিতরে স্বর্ণের বড় একটি চালান নিয়ে বাড়ী ফেরছিলেন। গোপন সংবাদ পেয়ে বিজিবি’র সদস্যরা তাকে আটক করে। এসময় গাড়ীটি তল্লাশী করে ১৪টি স্বর্ণের বারসহ হিরো গ্রালামার ১০০ সিসি একটি মোটর সাইকেল আটক করে বিজিবি। যার মুল্য প্রায় এক চল্লিশ লক্ষ টাকা।
ওই এলাকার সোহেল মিয়া ,খবির উদ্দিন জানান, রবিউল ইসলাম রবি এবং ওই এলাকার একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন থেকে কোটি কোটি টাকার স্বর্ণ চোরাচালানসহ অবৈধ হোন্ডি ব্যবসা করে আসে। তার বাড়ী সীমান্ত ঘেষা হওয়ায় অবাধে স্বর্ণ ব্যবসা করছেন। তার প্রচুর কালো টাকা হওয়ায় অনেক জমি এলাকায় কিনেছেন। তার সংঘবদ্ধ চক্রটির সদস্যদেরকে এখন আটক করার দরকার।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি কমান্ডার আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন র্স্বণের বার গুলো কোন কোন ক্যারিয়ার তা নিশ্চিত করার জন্য ব্যাটালিয়েন পাঠানো হয়েছে।
০১৭২৬৮২৫৭৮৬
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।