ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
২৫.১২.২৪ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় আ’ লীগ-ছাত্রলীগের দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলিফ উদ্দিন (৬০) এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ভাঙ্গামোড় ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সৈয়দ সবুজ রানা (২৭)। সৈয়দ সবুজ রানা উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বারাইতারী গ্রামের নজির হোসেন ছেলে। পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন ওই দুই নেতা। বুধবার সন্ধ্যায় তারা বাড়ীতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ওই দুই নেতাকে গ্রেফতার করেছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। নবিউল ইসলাম ফুলবাড়ি, কুড়িগ্রাম মোবা: ০১৭২৬৮২৫৭৮৬