ফুলবাড়ী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রচার প্রচারনায় থেমে নেই প্রার্থীরা দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদেরকে। ফুলবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৫২৪। আগামী ২৯ মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। জানাগেছে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২
জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। শেষ মহুর্তে নাওয়াখাওয়া বাদ দিয়ে এই প্রখর রোদে গরমে সূর্যের তাপ উপেক্ষা করে দিন রাত প্রচারণা চালাচ্ছেন। এ উপজেলায় এবারে প্রতিদ্বন্দী করছেন
দুই বারের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার মোটরসাইকেল প্রতীক নিয়ে ফুলবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়নের পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সেই সাথে পাড়া মহল্লায় খুলি বৈঠক, উঠোন বৈঠক করে ভোটার দের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণ করছেন।
উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সাবেক চারবারের ইউপি চেয়ারম্যান এজারহার আলি ঘোড়া প্রতীক নিয়ে গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় উঠান বৈঠক করছেন উপজেলার উন্নয়নের জনগনের পাশে থেকে উন্নয়ন করার জন্য তিনি ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করছেন।
ভাঙ্গামোড় ইউনিয়নের তরুন শিল্প উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস ছালাম সুজা আনারস প্রতীক নিয়ে বসে নেই। বিভিন্ন মসজিদ, মোক্তব, এতিমখানা, গ্রামের রাস্তাঘাট উন্নয়ন ও বেকারদের কর্ম সংস্থানের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে খুলি বৈঠকে করে যাচ্ছেন । তিনি বলেন আমি একজন নতুন প্রার্থী হিসেবে সুখে দুখে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
ভাঙ্গামোড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক লুৎফর রহমান বাবু কাপ-পিরিজ প্রতীক নিয়ে লড়ছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে।তবে চোখে পড়ার মতো তার কোন প্রচা প্রচারণা নেই।