ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দুই কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক বলাৎকার করার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে উপজেলার পূর্ব-পানিমাছকুটি গ্রামের নিজ বাড়ীতে তিনি ওই দুই কিশোরকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটান। নির্যাতনের শিকার ওই দুই কিশোর বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের একজন উপজেলার কুঠিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান (১৬) ও অপরজন ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী আকাশ মিয়া (১২)। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম জয়ন্ত কুমার মোহন্ত (৩০)। তিনি উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ- সভাপতি এবং মধ্য পানিমাছ কুটি গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মোহন্তের ছেলে। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদক ব্যবসা, চুরি ও মারামারির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযোগে জানাযায়, রোববার সকাল ১১টার দিকে ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার ফোন করে ভুক্তভোগী কিশোরদের একজনকে তার চায়ের দোকানে ডাকে। ফোন পেয়ে কিশোররা চার বন্ধু মিলে উপজেলার নতুন গেটের সামনে জয়ন্তের চায়ের দোকানে যায়। সেখানে চা- নাস্তা খাওয়ানোর পর জয়ন্ত তাদেরকে কৌশলে অটোরিকশায় উঠিয়ে নিজ বাড়ীর এলাকায় নিয়ে যান। সেখানে তিনজনকে বাড়ীর পাশের মুদির দোকানে বসিয়ে রেখে গোপন পরামর্শের কথা বলে একজনকে নিয়ে বাড়ীতে ঢোকেন। বাড়ীর ভিতরে গিয়ে জয়ন্ত ওই কিশোরের গলায় ছুরি ঠেকিয়ে এবং লাঠি দিয়ে মেরে জোরপূর্বক বলাৎকার করেন। এতে ওই কিশোর অসুস্থ্য হয়ে পড়লে তাকে পাশের রুমে তালাবদ্ধ করে রাখেন। এদিকে অনেকক্ষন সময় অতিবাহিত হলে দোকানে অপেক্ষমান তিন কিশোর জয়ন্তের বাড়ীর দরজায় গিয়ে ডাকাডাকি শুরু করে। তখন জয়ন্ত দরজা খুলে আরও এক কিশোরকে সার্টের কলার ধরে টেনে হিঁচড়ে বাড়ীর ভিতর নিয়ে গিয়ে একই ভাবে বলাৎকার করেন। অপর দুই কিশোর ভয়ে পালিয়ে যায়। অসুস্থ্য দুই কিশোরকে দুপুর দুইটার দিকে জয়ন্ত তাদেরকে ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে একটি অপরিচিত অটোরিকশায় উঠিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়।
বাড়ীতে ফিরে ভুক্তভোগী কিশোর ভয়ে লজ্জায় কাউকে কিছু না বলে বিছানায় শুয়ে থাকে। পরে রাতের বেলা পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে আসা দুই কিশোরের কাছে ঘটনা শুনে ওই দুই কিশোরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেছেন।
ভুক্তভোগী এক কিশোরের দাদা শামছুল হক জনান, জয়ন্ত এর আগেও আর এক কিশোরের সাথে এমন ঘটনা ঘটিয়েছে। আমাদের সন্তানের সাথে সে অন্যায় করেছে তার জন্য আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মোহন্ত পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারন সম্পাদক মোছাব্বের রহমান হ্যাভেন জানান, এই ঘটনায় সাময়িক বরখাস্তসহ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কারও ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নিবে না।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, ঘটনা শুনে অসুস্থ্য কিশোরদের দেখতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।