ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে প্রশিক্ষণ হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহোযোগীতায় দিনব্যাপি প্রশিক্ষণে উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমন দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক আবু জাফর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি শাহা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা গীতা সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, ফুলবাড়ী মেডিকেল অফিসার আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল হাই রকেটসহ আর অনেকে। প্রশিক্ষণে চারটি গ্রুপে শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ডাক্তার সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ মোট ত্রিশ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের বক্তারা তামাক চাষ নিয়ন্ত্রণে আইনের বিভিন্ন ধারা তুলে ধরেন, সমাজের সকলকে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্নবান জানান।