ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সরকারী ভাবে ২০২৪-২০২৫ অর্থ বছরের বোরো মৌসুমের ধান-চাল সংগহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে ধান-চাল ক্রয়ের উদ্বোধন করেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা: হামিদুল হক খন্দকার।
জানাগেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলায় ১৭৩৪ মে.টন চাউল, ১০৩৩ মে. টন ধান এবং ৮২ মে.টন আতব চাউল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪৫ টাকা, প্রতি কেজি ধান ৩২ টাকা এবং প্রতি কেজি আতব চাউল ৪৪ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। ধান চাল সংগ্রহ অভিযান চলতি বছরের আগষ্ট মাস পর্যন্ত চলবে। ক্রয় উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন-উপজলো খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, উপজলো কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, চাতাল মালিক সমিতির সভাপতি আলী হোসেন ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি ওয়াহেদ আলী, ব্যবসায়ী মোহাম্মদ আলী ক্লে, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল প্রমুখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।