ফু্লবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৪৮ বোতল অ্যাসকাপ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বাদী হয়ে ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, এস আই ইব্রাহীমের নেতৃত্বে একদল পুলিশ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকসী এলাকার মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৫৩) এর বাড়ীতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৪৮ বোতল অ্যাসকাপসহ হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ওই এলাবার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
অপর দিকে বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার আটিয়াবাড়ী লাল স্কুলের সামনে এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুহুল আমিন (৪৫)কে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রুহুল আমিন হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর কদমতলা বুড়াটারীর এলাকার মৃত আনছার আলীর ছেলে।
ফু্লবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
নবিউল ইসলাম
ফুলবাড়ি, কুড়িগ্রাম
মোবাঃ ০১৭২৬৮২৫৭৮৬