ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সৈয়দ শামসুল হকের ৮৯ তম জন্মদিন উপলক্ষে শিশুসাহিত্য পুরস্কার ও গুণীজন সম্মাননা এবং সেরাপাঠকদের পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা গ্রামে সৈয়দ হক মঞ্চে সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সভাপতি সুনীল চন্দ্র রায়ের সভাপতিত্বে সম্মানীয় অতিথি ড.শাশ্বত কুমার ভট্টাচার্য ও ড.আব্দুল হালিম প্রামানিক সম্ম্রাট ২০২৪ সালের সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার হিসাবে লেখক আখতারুল ইসলাম ও নিলয় নন্দী, জয়নাল আবেদীনকে গুণীজন, ও সেরা পাঠক পূজা রানীকে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন বাবুল, সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাব, বঙ্গভাষা লেখক জাদুঘর ও গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারের প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবিসাহিত্যিক ও গীতিকার তৌহিদ উল-ইসলাম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ভুবতি ভুষন বর্মন, বিশিষ্ট সাংবাদিক এস দিলীপ রায়, বঙ্গভাষা লেখক জাদুঘরের পরিচালক মাহফুজার রহমান জাহাঙ্গীর, সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল, প্রাধন শিক্ষক মিজানুর রহমান, বিনদ চন্দ্র বর্মন, আশার আলো পাঠশালার চেয়ারম্যান কুমার বিশ্বজিৎ ও সংস্কৃতি কর্মী মহিন চন্দ্র রায় ও তাহিরুল সুফি উপস্থিত ছিলেন। সম্মাননা ও পুরস্কার অনুষ্ঠান শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের নিয়ে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও নিত্য পরিবেশ হয়েছে। নবিউল ইসলাম, ফুলবাড়ী, কুড়িগ্রাম ০১৭২৬৮২৫৭৮৬
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।